আরে কেন হল দেখা রে
তোমারেই দেখলাম।
কেন হল দেখা রে
তোমারেই দেখলাম
যারে আমি একেবারে হারাইলাম
আমার এই জীবনে
জীবনে আমার…
যারে আমি একেবারে হারাইলাম।

কেন হল দেখা রে
তোমারে দেখলাম
কেন হল দেখা রে
তোমারেই দেখলাম
যারে আমি
যারে আমি
যারে আমি একেবারে হারাইলাম
এই জীবনে
যারে আমি একেবারে হারাইলাম।

কোন মুখে দাঁড়াইয়া বলবো
মনেরই কথা
কথা শুনে তুমি যদি
পাও গো ব্যথা।

আর কোন মুখে দাঁড়াইয়া বলবো
মনেরই কথা
কথা শুনে তুমি যদি
পাও গো ব্যথা
আরে নিজের হাতে নিজের মাথায়
কুরাল মারিলাম।

আমি
এই নিজের হাতে নিজের মাথায়
কুরাল মারিলাম
যারে আমি
যারে আমি
যারে আমি একেবারে হারাইলাম
এই জীবনে…
যারে আমি একেবারে হারাইলাম।

নিভা ছিল মনের আগুন
জ্বালাইয়া গেলা
পলকেরই দেখা দিয়া
কোথায় লুকাইলা।

নিভা ছিল মনের আগুন
জ্বালাইয়া দিলা
পলকেরই দেখা দিয়া
কোথায় লুকাইলা
আরে দুঃখে যাদের জীবন গড়া
দুঃখ মিয়া নাম।

দুঃখে যাদের জীবন গড়া
দুঃখ মিয়া নাম
যারে আমি
যারে আমি
যারে আমি একেবারে হারাইলাম
এই জীবনে
যারে আমি একেবারে হারাইলাম।

তোমায় দেখে মনে হইলো
বাঁচিয়া থাকবো
কাছে তোমায় নাইবা পেলাম
দূর থেকেই দেখব

আর তোমায় দেখে মনে হইলো
বাঁচিয়া থাকবো
কাছে তোমায় নাইবা পেলাম
দূর থেকেই দেখব
আরে তোমারে খুঁজিয়া বেড়াই
পাগল তোর সালাম

এখন তোমারে খুঁজিয়া বেড়াই
পাগল তোর সালাম
যারে আমি
যারে আমি
যারে আমি একেবারে হারাইলাম
এই জীবনে
যারে আমি একেবারে হারাইলাম।

কেন হল দেখা রে
তোমারে দেখলাম
কেন হল দেখা রে তোমারেই দেখলাম
যারে আমি
যারে আমি
যারে আমি একেবারে হারাইলাম।
এই জীবনে
যারে আমি একেবারে হারাইলাম।
যারে আমি
যারে আমি
যারে আমি একেবারে হারাইলাম।

Song: Kano Holo Dekha Re
Singer: Parvej Khan
Lyrics: Baul Salam sarkar

0 CommentsClose Comments

Leave a comment

Newsletter Subscribe

Get the Latest Posts & Articles in Your Email

We Promise Not to Send Spam:)