তুমি যেই যাদুতে বশ কইরাছো আমার পাগল মন
সোনা বন্ধুরে… সেই যাদুটা আমারে শিখাও / ছেলে
তুমি যে মন্ত্রতে বান মাইরছো পাইতে আমার মন
প্রানো বন্ধুরে সেই মন্ত্রটা আমারে শিখাও / মেয়ে
ও আমি সেই যাদুটা করমু তোমারে
ও সেই মন্ত্রটা করমু তোমারে
যদি আমায় ছাইড়া যাও।
ও যদি আমায় ছাইড়া যাও
সেই যাদুটা আমারে শিখাও
ও সোনা বন্ধুরে সেই মন্ত্রটা আমারে শিখাও ॥

এমন নেশা ধরাই দিলা এমন নেশা
ভালো লাগে শুধু তোমার ভালোবাসা / মেয়ে
ও কিযে মন্ত্র করলা তুমি কিযে মন্ত্র
থাকলে দূরে বন্ধ হয়রে হৃদয় যন্ত্র / ছেলে
তুমি মরা মনে ভাসায়ইলা পিরিতেরই নাও / ছেলে
তুমি মরা মনে ভাসায়ইলা পিরিতেরই নাও / মেয়ে

এমন যাদু করলা তুমি এমন যাদু
চোখ ভরে তো মনে ভরেনা দেখি শুধু / মেয়ে
হায়রে, এমন পিরিত শিখাই ইলা এমন পিরিত
তোমার জন্য নাইরে মনে কলঙ্কের ভীত
মুনসুর সানী প্রেম অনলে বাড়াইয়েছে পাও / ছেলে
জেনে মুনসুর সানী প্রেম অনলে বাড়াইয়েছে পাও / মেয়ে

Track: Shei Jaduta Amare Shikao
Artists: Akash Mahmud & Sultana Yeasmin Laila
Lyrics: Munsur Sanny

0 CommentsClose Comments

Leave a comment

Newsletter Subscribe

Get the Latest Posts & Articles in Your Email

We Promise Not to Send Spam:)