আমার মুখ দেখে কেউ দুঃখ বুঝে না
প্রাণো বন্ধু রে, এ জীবনে কষ্ট ফুড়ায় না।

প্রাণো বন্ধু রে…
যারে ভাবি আপন আপন
সে কি জানে আমার বেদন
তার মনেতে দরদ কি হইলো না।
তার বিরহে বক্ষ ভাসে
দেখে সকল লোকে হাসে
কেমন আছি খবর তো নিলা না প্রাণো বন্ধু রে।

নিঠুর বন্ধু রে….
সুজন ভেবে তুইলা কোলে
অনাদরে দিলা ফেলে
এতো নিঠুর জানা তো ছিলো না।
অভিনয়ে পাকা তুমি
আগে কি আর জানতাম আমি
অবুঝ মনে দিলি যন্ত্রণা প্রাণো বন্ধু রে।

নিঠুর বন্ধু রে….
আমার মনে দিয়া আশা
ভেঙ্গে দিলি ভালোবাসা
ভাবলি না তুই আমার ভাবনা।
হয়তো আমায় ভুলে গেছো
কত সুখে ঘর বেধেছো
বুকের বাসা হৃদয় কইরে ফানা।

Song: Mukh Dekhe Kew Dukkho Bujhe Na
Singer: Sagor Baul & Masuma Sultana Sathi
Mix Master: Ashique Mahmud
Lyric & Tune: Fokir Badsha

0 CommentsClose Comments

Leave a comment

Newsletter Subscribe

Get the Latest Posts & Articles in Your Email

We Promise Not to Send Spam:)