এ জনমে তুমি হলেনা আপন
প্রেমের নামে শুধু ভেঙ্গে দিলে মন
বিধির কাছে সবি কইবো
যদি আরেক জনম আমি পাই গো
সে জনমে তোমাকেই চাই গো ॥

কারে দেখাবো আমি বুকের ব্যথা
তুমি যে আমার সাথী হলেনা
এমন করে বুকে জ্বলছে আগুন
সইতে আমি আর পারিনা ॥
তুমি তো খুঁজে নিলে সুখের ভূবন
আমার হৃদয় পুড়ে ছাই গো।

তোমাকে ভালোবেসে এই আমি আজ
হয়েছি পাথরের পাহাড়
যে চোখে ছিলো আমার স্বপ্ন বাগান
এই চোখে সাগর জোয়ার ॥
তবুও বলে মন হাত বাড়িয়ে
তোমার শত ব্যথা সইবো।

Song: Jodi Arek Jonom
Singer: Alok Chakraborty
Tune: S M Sharat
Lyrics: Aminul Islam

0 CommentsClose Comments

Leave a comment

Newsletter Subscribe

Get the Latest Posts & Articles in Your Email

We Promise Not to Send Spam:)