রজনী, রজনী পোহাইলো রে সখি
শ্যাম তো কুঞ্জেতে আইলো না।
কুহু কুহু স্বরে রে
ডাকিছে কোকিল শোনো না।

বাসরশয্যা হলো রে বাসি
না আসলো মোর কালো-শশী
বুঝল না বেদনা,
না জানি কার সঙ্গ পাইয়া
আমারে দেখিল না।

জানতাম যদি হইবে রে এমন
তবে কি দেই জীবন-যৌবন রে
আপন জানিয়া,
পর কোনো দিন আপন হয় না রে
ভাবে গেল জানা।

বন্ধু যদি আমার হইত
কান-কথা না কানে লইত
পুরাইত কামনা,
সকল দোষের দোষী উকিল
আর কেউ রে দোষী না।

0 CommentsClose Comments

Leave a comment

Newsletter Subscribe

Get the Latest Posts & Articles in Your Email

We Promise Not to Send Spam:)