কুটুম পাখি রে
প্রেমপত্র লইয়া যাও বন্ধের বাড়ি
যে আমার জীবন-যৌবন
কইরা নিল চুরি রে

পাখি তোরে বিনয় করি
পত্র পৌঁছাইও তাড়াতাড়ি
কইও তারে গোপনে
তার লাগিয়া কান্দে এ রাইকিশোরী রে।

বিরহী উকিলের কিবা উপায়
পাখা যদি থাকতো ডানায়
উড়িয়া বেড়াইতাম হাওয়ায়
বন্ধের তালাশ করি রে ।

0 CommentsClose Comments

Leave a comment

Newsletter Subscribe

Get the Latest Posts & Articles in Your Email

We Promise Not to Send Spam:)