প্রেমের দাগ-রাগ বাঁধা যার মনে।
সে প্রেম অহিকে জানে না।
জানে রসিক জনে ॥

ও যার শতদল কমলে
ত্রিবেনীতে তুফান খেলে
ও ভাটায় যায় না সে
চলে উজান কোণে ॥

সে প্রেম করিতে আশা কর মনে
আবার সাধ্য কর গোপীগণে
লালন কয় লীলা নাই যেখানে
সে চলে নিত্য ভুবনে ॥

0 CommentsClose Comments

Leave a comment

Newsletter Subscribe

Get the Latest Posts & Articles in Your Email

We Promise Not to Send Spam:)