আমার মত প্রাণ কান্দিলে
বুঝবি রে গৌর প্রেমের কালে
দেখা দিয়ে গৌর ভাবের শহর
আড়ালে লুকালে ॥
যেদিনে গৌর হেরেছি
আমাতে কি আমি আছি
কি যেন কি হয়ে গেছি
প্রাণ কাঁদে গৌর বলে ॥
তোরা থাক জাতকুল লয়ে
আমি যাই চাঁদ গৌর বলে
আমার দুঃখ না বুঝিলে
দেখ এক মরণে না মরিলে ॥
চাঁদ-মুখেতে মধুর হাসি
আমি ঐরূপ ভালোবাসি
লোকে করে দ্বেষাঘেষি
গৌর বলে যাই চলে ॥
একা গৌর নয়-গৌরাঙ্গ
নয়ন বাঁকা শ্যাম ত্রিভঙ্গ
এমনি তার অঙ্গ গন্ধ
লালন কয় জগৎ মাতালে ॥