বান্দা ফুলছুরাতের কথা কিছু
ভাবিও মনে।
পার হতে অবশ্য একদিন
হবে সেইখানে ॥
বলব কি সেই পারের দুস্কর
চক্ষু হবে ঘোর অন্ধকার
কেউ দেখবে না কারো আকার
কে যাবে কমনে ॥
সে পথ ত্রিভঙ্গ বাঁকা
তাতে হীরের ধার চোখা
ঈমান আমান হলে পাকা
তরবি সেইখানে ॥
ফাতেমা নবীজীর ফরজন
তার দাউন ভরসা তখন
এখন মেয়ে দোষো লালন
দেখলে সামনে ॥