ভবে এসে ভাবছি বসে
হারা হলাম বুদ্ধি বল।
বার তাল উদয় হল
আমি নাচি কোন তাল ॥

কেউ বলে শেরেক ছাড়
রোজা কর নামাজ পড়
কেহ তার দেয় ইশারা
পাবা বেহেস্তের ফল ॥

কেউ বলে খ্রিস্টানী
ওই ধর্ম সত্য জানি
কই খোদা ভজিবে সদা
মুক্তি পাবি পরকাল ॥

কেহ তো বলছে পিছে
ও তো সকলই মিছে
বাপদাদায় যে চাল চলেছে
চল রে ভেড়ো মেনে চল ॥

না হল শরিয়তি
না হল মারফতি
লালন বলে কলিকালে
হতে হবে খোতনার হাল ॥

0 CommentsClose Comments

Leave a comment

Newsletter Subscribe

Get the Latest Posts & Articles in Your Email

We Promise Not to Send Spam:)