মানুষতত্ত্ব যার সত্য হয় মনে।
সেকি অন্য তত্ত্ব মানে ॥

মাটির ঢিবি কাঠের ছবি
ভূত ভবিষ্যৎ আর দেবাদেবী
ভোলে না সে এসব রূপী
মানুষ ভজে দিব্যজ্ঞানে ॥

জরই সরই নূলা ঝুলা
পেঁচো পেঁচী আলাভোলা
তাতে নয় সে ভোলনে ওয়ালা
যে মানুষ রতন চেনে ॥

ফেয়ো ফেপী ফ্যাকসা যারা
ভাকা ভোকায় ভোলে তারা
লালন তেমনি চটা মারা
ঠিক দাঁড়ায় না একখানে ॥

0 CommentsClose Comments

Leave a comment

Newsletter Subscribe

Get the Latest Posts & Articles in Your Email

We Promise Not to Send Spam:)