চৈতালী চাঁদিনী রাতে।
নব-মালতীর কলি
মুকুল-নয়ন মেলি’
নিশি জাগে আমারি সাথে ॥

পিয়াসী চকোরীর দিন গোনা ফুরালো,
শূন্য গগনের বক্ষ জুড়ালো,
দখিন-সমীরণ মাধবী-কঙ্কণ
পরায়ে দিল বনভূমির হাতে ॥

চাঁদিনী তিথি এল
আমারি চাঁদ কেন এল না?
বনের বুকের আঁধার গেল গো
মনের আঁধার কেন গেল না।

এ মধু-নিশি মিলন-মালায়
কাটারি মত আমি বিধিয়া আছি হায় !
সবারি আলয়ে আলোর দেয়ালী
অশ্রু আমারি নয়ন পাতে ॥

0 CommentsClose Comments

Leave a comment

Newsletter Subscribe

Get the Latest Posts & Articles in Your Email

We Promise Not to Send Spam:)