মলে ঈশ্বর প্রাপ্ত হবে
কেন বলে।
সেই যে কথার পাইনে বিচার
কারো কাছে শুধালে ॥

মলে যদি হয় ঈশ্বর প্রাপ্ত
সাধু অসাধু এ সমস্ত
তবে কেন তপজপ এত
করেরে জলে স্থলে ॥

যে পঞ্চে পঞ্চভূত হয়
মলে যদি তাতে মিশায়
ঈশ্বর অংশ ঈশ্বরে যায়
স্বর্গ নরক কোথায় মেলে ॥

জীবের এই শরীরে
ঈশ্বর অংশ বলি কারে
লালন বলে চিনলে তারে
মরার ফল তাজায় ফলে ॥

0 CommentsClose Comments

Leave a comment

Newsletter Subscribe

Get the Latest Posts & Articles in Your Email

We Promise Not to Send Spam:)