ঝিলের জলে কে ভাসালো
নীল শালুকের ভেলা,
মেঘলা সকাল বেলা ।
বেণু-বনে কে খেলে রে
পাতা-ঝরার খেলা ॥

কাজল-বরণ পল্লী মেয়ে
বৃষ্টি-ধারায় বেড়ায় নেয়ে
ব’সে; দিঘির ধারে মেঘের পারে
রয় চেয়ে একেলা।

দুলিয়ে কেয়া-ফুলের বেণী-
শাপলা-মালা প’রে,
খেলতে এল মেঘ-পরীরা
ঘুমতি নদীর চরে ।

বিজলীতে কে দূর বিমানে
সোনার চুড়ির ঝিলিক্‌ হানে,
বনে বনে কে বসালে।
যূঁই চামেলীর মেলা ॥

0 CommentsClose Comments

Leave a comment

Newsletter Subscribe

Get the Latest Posts & Articles in Your Email

We Promise Not to Send Spam:)