আমি গান গাইতে পারি না
গানে মিলে প্রাণের সন্ধান
গান গাওয়া মোর হলো না ॥

জানি না ভাব-কান্তি
গাইতে পারি না সে গান
যে গান গাইলে মিলে
আঁধারে আলো সন্ধান
গান গাইলেন লালন রাধারমণ
হাসন রাজা দেওয়ানা ॥

আরকুম শাহ ফকির শিতালং
বলেছেন মারফতি গাও
সৈয়দ শাহনুরের গানে
শুকনাতে দৌড়াইলেন নাও
করিম বলে প্রাণ খুলে গাও
গাইতে যার বাসনা ॥

Song: Ami Gan Gaite Parina
Voice: Lalon Band Sumi
Lyric: Shah Abdul Karim

নিগার সুলতানা সুমি বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড ‘লালন’-এর প্রধান ভোকালিস্ট। তিনি শাস্ত্রীয় সঙ্গীতে তালিম নিয়েছেন আলী আহমেদ ও নাসির হায়দারের কাছে। লালন সাঁইয়ের গানে আগ্রহী হয়ে, সুমি সুফী মন্ডলের কাছেও তালিম গ্রহণ করেছেন।

সুমি ও ড্রামার থেইন হান মং তিতি ২০১০ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তবে ২০২৪ সালে তিতি ব্যান্ড থেকে প্রস্থানের ঘোষণা দেন, যা তাদের দাম্পত্য সম্পর্কেও প্রভাব ফেলেছে।

সুমি লালন ব্যান্ডের হয়ে বিভিন্ন সময়ে বাউল গানের চমকপ্রদ পরিবেশনা করেছেন। সম্প্রতি, তিনি লালন সাঁইয়ের ‘একটা বদ হাওয়া’ শিরোনামের গানটি নতুনভাবে গেয়েছেন।

0 CommentsClose Comments

Leave a comment

Newsletter Subscribe

Get the Latest Posts & Articles in Your Email

We Promise Not to Send Spam:)