কি আইন আনিল নবী সকলের শেষে।
রেজাবন্দী ছালাত জাকাত
পূর্বে তো জাহের আছে ॥
ইছা মুছা দাউদ নবী
বেনামাজী নহে কভি
শেরেক বেদাত সকল ছিল
নবী কি জানালো এসে ॥
ইঞ্জিল তৌরাত জুব্বর কেতাব
বাতিল হল কিসের অভাব
নবী পয়গম্বার কি খাছ
ভেবে আমি পাইনে দিশে ॥
ফুরকানের দরজা ভারি
কিসে হল বুঝতে নারি
অবোধ লালন তাই না বুঝে
বিচারে গোল বেধেছো ॥