যে ভাবের ভাব মোর মনে।
সেই ভাবের ভাব আছে
বলব না তা কারো সনে ॥

জন্মের ভাগি অনেক জনা
কর্মের ভাগি কেউ তো হয় না।
কাঁদি সেই দিনের কান্না
বাঁধা ওই রাধার ঋণে ॥

ঘরের বধূ বিষ্ণুপ্রিয়া
রেখে এলাম ঘুমাইয়া
নিতাই এসে জল ঢালিয়া
শান্ত করবে আকুল প্রাণে ॥

মায়ের বুকে প্রবোধ দিয়া
নিমাই যায় সন্ন্যাসী হইয়া
লালন বলে ধন্য হিয়া
ঘটলো কি সামান্য জানে৷ ॥

0 CommentsClose Comments

Leave a comment

Newsletter Subscribe

Get the Latest Posts & Articles in Your Email

We Promise Not to Send Spam:)