হাবুডুবু করে মলো তবু
কাদাগায়ে মাখল না।
আমার উপায় বল না ৷৷
পানি-কাউর দয়াল পাখি
রাতদিন তারে জলে দেখি,
আমার চিন্তাজ্বর তো
গেল না ৷৷
এককূল ভেঙ্গে দুকুল হইল
সেই গাঙে লগি ঠাঁই না পাইল
সেই জায়গায় নাও ডুবিল
মাস্তুল জাগল না ৷৷
সে গাঙ দুইটা চলতিছিল
কত সাধু নাও বাহিল
মাঝখানে তার চর পড়িল
লালন বলে নদীর বেগ গেল না ৷৷