যারে আমি বিশ্বাস করি
সে দিয়াছে মাথায় বারি
এখন আমি করি কি উপায় !
হায়রে, জানি বন্ধুর দয়ামায়া নাই
ও মোর জ্বালা রে…
জ্বালা কি দিয়া জুড়াই।
ও বন্ধুর প্রেম জ্বালা অঙ্গ জ্বলেরে
জ্বালা কি দিয়া জুড়াই….
আমার বন্ধু কি মোহিনী জানে,
পরাণ ধরিয়া টানে,
দুই নয়নের ভঙ্গিমা দেখায়।
হায়রে, জানি বন্ধুর দয়ামায়া নাই
ও মোর জ্বালা রে…
জ্বালা কি দিয়া জুড়াই।
ও বন্ধুর প্রেম জ্বালা অঙ্গ জ্বলেরে
জ্বালা কি দিয়া জুড়াই….
পিরিতি করিয়া, সে গেল ছাড়িয়া,
তার সনে দেখা শুনা নাই।
হায়রে, জানি বন্ধুর দয়ামায়া নাই
ও মোর জ্বালা রে…
জ্বালা কি দিয়া জুড়াই।
ও বন্ধুর প্রেম জ্বালা অঙ্গ জ্বলেরে
জ্বালা কি দিয়া জুড়াই….
Song:Bondhur Premo jalai ango jole
Singer: Parvej Khan
Lyrics & Tune: Romesh Shil