শুধু মুখের কথায় কি করে সে ধন মেলে।
সে ভক্তের অধীন কালে কালে ॥

মন গুরুকে বাধ্য করে
যারে বাছা নদীর তীরে
তুই না ডাকলে ডাকবে তোরে
পারে যাবি রে অবোধ ছেলে ॥

যার বলে তুই ডাকিস মোরে
সেই মানুষকে আন গে ধরে
এবার তিনজন মিলে নৌকায় চড়ে
পারে যাব রে কৌতূহলে ॥

টিকিট বিহীন দলিল হলে
ডিগ্রী হয় না কোন কালে
লালন ফকির তাইতে বলে
ঐ টিকিট নে হৃদ কমলে ॥

0 CommentsClose Comments

Leave a comment

Newsletter Subscribe

Get the Latest Posts & Articles in Your Email

We Promise Not to Send Spam:)