সে প্রেম সামান্যে কি জানা যায়।
যে প্রেম সেধে গৌর হলো শ্যামরায় ৷৷

প্রেমিক ছিল চণ্ডীদাসে
বিকালো রজকীর পাশে
মরে আবার জীবনে সে
জীবন দান পায় ৷৷

দেবের দেব পঞ্চাননে
জেনেছিল সে একজনে
শক্তির আসন বক্ষঃস্থলে
বক্ষঃস্থলে দেয় ৷৷

মরে যে জন বাঁচতে পারে
প্রেম-গুরু জানায় তারে
সিরাজ সাঁই কয় লালনরে
তোর সে কার্য নয় ৷৷

0 CommentsClose Comments

Leave a comment

Newsletter Subscribe

Get the Latest Posts & Articles in Your Email

We Promise Not to Send Spam:)