তুমি আমায় ভুলে গেছো তাতে কোনো দুঃখ নাই,
দুঃখ শুধু একটাই তুমি আমায় চিনতে পারো নাই।
জেনে গেছি আমি হৃদয়হীনা তুমি
নিজেকে নিজেই মেরে ফেলেছি
ভুলে যাব আমিও ভেবেছি…..

তুমি যেদিন আমাকে বলেছো ভুলে যেতে
কত যে চোখের জলে ভেসেছি
ভুলে যাব আমিও ভেবেছি ।

সবাই তো সবকিছু গড়িতে পারে না
হৃদয়হীনা কোনোদিনও সুখি হতে পারে  না।
জেনে গেছি আমি হৃদয়হীনা তুমি
নিজেকে নিজেই মেরে ফেলেছি
ভুলে যাব আমিও ভেবেছি…..

তুমি আমায় ভুলে গেছো তাতে কোনো দুঃখ নাই,
দুঃখ শুধু একটাই তুমি আমায় চিনতে পারো নাই।
যদি তুমি সুখ পাও যত খুশি ব্যথা দাও
দুঃখকে সাথি করে নিয়েছি
ভুলে যাব আমিও ভেবেছি….

কালির লেখা মুছতে গেলে ছিঁড়ে শুধু খাতা
তোমার কথা ভাবতে গেলে হৃদয়ে লাগে ব্যথা।
বলে তাজুল দেওয়ান তোমায় জন্য এই গান
স্মৃতিগুলো ভেবে শুধু কেঁদেছি
ভুলে যাব আমিও ভেবেছি……

Song: Vule Jabo Amio Vebechi
Singer: Razu Ahmed Rana
Lyrics: Tazul Dewyan

0 CommentsClose Comments

Leave a comment

Newsletter Subscribe

Get the Latest Posts & Articles in Your Email

We Promise Not to Send Spam:)