আজো করছে সাঁই ব্রহ্মান্ডের অপার নিলে
নৈরাকারে ভেসেছিল যেরূপ হালে ৷

নৈরাকারে গম্ভু ভারি
আমি কি তাই বুঝতে পারি
কিঞ্চিৎ প্রকমান তারি
শুনি সংকূলে ॥

অ-বিম্বু উথলিয়ে নির
হয়েছিল নৈরাকার
ডিম্বরূপ হয় গো তার
সৃষ্টির ছলে ॥

আত্মতত্ত্ব আপনি ফানা
মিছে করি পরাশোনা
লালন বলে যাবে জানা
আপনারে আপনি চিনিলে ॥

.

.

আজো করছে সাঁই ব্রহ্মান্ডের অপার লীলে” গানটির অর্থ হল, সাঁই (আল্লাহ বা সৃষ্টিকর্তা) আজও ব্রহ্মাণ্ডের অপার লীলা বা অসীম খেলা করে চলেছেন। লালন ফকির এই গানে সৃষ্টিকর্তার অনন্ত মহিমা ও সৃষ্টির রহস্যময়তাকে তুলে ধরেছেন। 

“আজো করছে সাঁই ব্রহ্মান্ডের অপার লীলে” এই গানের লাইনটির ব্যাখ্যা: 

  • আজো করছে:এখানে “আজ” বলতে বর্তমান সময়কে বোঝানো হয়েছে, অর্থাৎ সৃষ্টিকর্তার লীলা বা খেলা আজও বিদ্যমান।
  • সাঁই:এটি সৃষ্টিকর্তা বা আল্লাহকে বোঝায়। লালন ফকিরের গানে ‘সাঁই’ শব্দটি ব্যবহার করা হয়েছে, যা পরমেশ্বর বা সৃষ্টিকর্তার প্রতি এক ধরনের শ্রদ্ধার প্রকাশ।
  • ব্রহ্মাণ্ডের:ব্রহ্মাণ্ড বলতে মহাবিশ্ব বা সমগ্র সৃষ্টিকে বোঝায়।
  • অপার লীলে:অপার লীলে বলতে সৃষ্টিকর্তার অসীম খেলা বা লীলাকে বোঝায়। এই লীলা বা খেলা এতটাই গভীর ও বিশাল যে, এর শেষ নেই, অর্থাৎ এর কোনো সীমা নেই।

এই গানের মাধ্যমে লালন ফকির সৃষ্টিকর্তার অনন্ত মহিমা, সৃষ্টি রহস্য এবং মানব জীবনের অনিত্যতা ও ক্ষণস্থায়ীত্বকে তুলে ধরেছেন। 

0 CommentsClose Comments

Leave a comment

Newsletter Subscribe

Get the Latest Posts & Articles in Your Email

We Promise Not to Send Spam:)