কারে শুধাবরে মর্মকথা
কে বলবে আমায়
আকার কি নিরাকার খোদে
সেই দয়াময় ॥
যেদিনে সাঁই ডিম্ব ভরে
ভাসলেন একা একেশ্বরে
কিরূপ থেকে তার মাঝারে
কিরূপ গণ্য হয় ॥
ছিতারা রূপ ছিল যখন
গহনা রূপ তার পাক-পাঞ্জাতন
আকার কি নিরাকার তখন
সেই দয়াময় ॥
জগৎপতি ছব্বহানে
বরকতকে মা বল্লেন কেনে
তার পতি কি নয় সে জনে
লালন ভাবে তাই ॥