সত্য বল সুপথে চল, ওরে আমার মন ৷
সত্য সুপথ না চিনিলে
পাবি নে মানুষের দরশন ৷৷
ফড়িয়া মহাজন যে জন তার বাটখারাতে কম
তারে কসুর করবে যম
গদিয়ান মহাজন যে জন
বসে কেনে প্রেম-রতন ৷৷
পরের দ্রব্য পরের নারী হরণ কর না
পারে যেতে পারবে না
যতবার করিবে হরণ
ততবার হবে মরণ ৷৷
লালন ফকির কি আসলে মিথ্যে
ঘুরে বেড়ায় তীর্থে তীর্থে
সই হলো না একমন দিতে
আসলে হলো না করণ ৷৷
Song: Sotto Bol Su Pothe Col
Singer: Tun Tun Baul
Lyrics: Fokir Lalon Shah
টুনটুন বাউল (বা টুনটুন ফকির) বাংলাদেশের একজন প্রখ্যাত বাউল সাধক ও লালনগীতি শিল্পী। তিনি তার গভীর ভাবসম্পন্ন কণ্ঠস্বর ও আধ্যাত্মিক গানের মাধ্যমে শ্রোতাদের মুগ্ধ করে আসছেন।
জন্ম ও শৈশব:
টুনটুন বাউল ১৯৪৮ সালে ভারতের পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় জন্মগ্রহণ করেন। ১৯৬০-এর দশকে তিনি বাংলাদেশের কুষ্টিয়ায় আসেন এবং সেখানকার বাউল সম্প্রদায়ের সদস্যদের কাছ থেকে বাউল গান শিখতে শুরু করেন।
সংগীত জীবন:
১৯৭৩-৭৪ সাল থেকে তিনি লালনগীতিতে মনোনিবেশ করেন এবং এখনো সেই সাধনায় নিয়োজিত আছেন। তিনি বিশ্বাস করেন, লালনের গান ও দর্শন মানুষের হৃদয়ে সত্যের আলো জাগাতে পারে।
আন্তর্জাতিক খ্যাতি:
টুনটুন বাউল ১২টি অ্যালবাম প্রকাশ করেছেন এবং বাংলাদেশ, ভারত, নেপাল, চীন ও বেলজিয়ামসহ বিভিন্ন দেশে পরিবেশনা করেছেন।
দর্শন ও সাধনা:
তিনি সুফিবাদী ও মানবতাবাদী দর্শনে বিশ্বাসী। তার গান ধর্ম, বর্ণ ও জাতপাতের বিভেদ দূর করে মানবসেবার বার্তা বহন করে। তিনি বলেন, “সাঁইজির গান গেয়ে, তার দর্শন বিশ্বাস করে আমরা সত্যের দেখা পেয়েছি।”
জনপ্রিয় গান:
টুনটুন বাউলের কিছু জনপ্রিয় গান হলো:
“রূপের বাতি”
“বলো স্বরূপ কোথায়”
“এমন মানব জনম”
“ওরে আমার জীবন নদীর”
এই গানগুলো ইউটিউবে পাওয়া যায় এবং তার কণ্ঠে লালনের গানের গভীরতা ও ভাব প্রকাশ পায়।
টুনটুন বাউল ২০১৮ সালে ঢাকার বাংলাদেশ জাতীয় জাদুঘরে পরিবেশনা করেন।
তার জীবন ও সংগীত সাধনা বাউল গানের ঐতিহ্যকে সমৃদ্ধ করেছে এবং তিনি বাউল দর্শনের একজন উজ্জ্বল প্রতিনিধি হিসেবে বিবেচিত হন।