কি কারণে ভুলে গেছো
বুঝলাম না সজনী
যতটুকু দেবার হয়তো
দিতে পারিনি ।
তোমায় যতটুকু দেবার হয়তো
দিতে পারিনি ॥

তোমারে দোষিনারে বন্ধু
আমারই বিচারে
নিজের চেয়েও বেশি ভালো
বেসেছিলাম তোরে ॥
আজও তুমি আমায় ছেড়ে
সুখে আছো জানি ।

শেষ কথা বিরহী শফিক
বলে গানে গানে
সকল দোষের দোষী আমি
ভালোবাসলাম কেনে ?
মোর গেলে পরোপারে
বানাইয়োনা খুনী ।

Song: Ki Karone Vule Gecho
Singer: Pothik Uzzal
Music: Remo Biplob

পথিক উজ্জ্বল একজন বাংলাদেশি সঙ্গীতশিল্পী, যিনি লোকগান ও আধুনিক বাংলা গানে সমানভাবে পারদর্শী। তাঁর সুরেলা কণ্ঠ ও সৃষ্টিশীল গায়কী শৈলীর জন্য তিনি শ্রোতামহলে বিশেষভাবে পরিচিত।

তাঁর উল্লেখযোগ্য গানের মধ্যে রয়েছে “সোনার দেহ কইরা কালা” , “পুড়তে পুড়তে জীবন টারে” এবং “বেইমান তোর বেইমানি” এই গানগুলিতে তিনি প্রেম, বেদনা ও জীবনের নানা দিক তুলে ধরেছেন, যা শ্রোতাদের হৃদয়ে গভীর প্রভাব ফেলে।

তাঁর ফেসবুক প্রোফাইল থেকে জানা যায়, তিনি নিয়মিত নতুন গান প্রকাশ করেন এবং সঙ্গীত সম্পর্কিত বিভিন্ন কার্যক্রমে যুক্ত থাকেন। তাঁর সৃষ্টিশীলতা ও সঙ্গীতের প্রতি নিবেদন তাঁকে বাংলাদেশের সঙ্গীতাঙ্গনে একটি বিশেষ স্থান করে দিয়েছে।

0 CommentsClose Comments

Leave a comment

Newsletter Subscribe

Get the Latest Posts & Articles in Your Email

We Promise Not to Send Spam:)