যার নয়নে নয়ন হিনেছে
ও তার প্রভেদ কিবা রয়েছে।
বললে পাপী হবে বা কি
এবার বুঝি ভুল হয়েছে ॥

শব্দ শুনি তুমি আমি
আসল কাজে কে আসামী
জগৎ কর্তা হলে তুমি
বল দেখি কার কাছে ॥

মূল আসামী তুমি হলে
আমায় ফেলাও গোলমালে
এখন তুমি ভক্ত বলে
দেখ আপন নিজ কাছে ॥

তোমার নিলা তোমার বোল
তোমার ভিয়ান তোমার মহল
লালন বলে ওহে দয়াল
এখন বুঝি প্যাঁচে পড়েছে ॥

0 CommentsClose Comments

Leave a comment

Newsletter Subscribe

Get the Latest Posts & Articles in Your Email

We Promise Not to Send Spam:)