যে পরশে পরশে পরশ
তারে চিনে নে না।
সমান্য পরশের গুণ
লোহার কাছে গেল জানা ॥

পরশমনি স্বরূপ গোঁসাই
যে পরশের তুলনা নাই
পরশিবে যেজন তাই
ঘুচিবে জঠর যন্ত্রণা ॥

কুমড়ে পোকায় পতঙ্গ যমন
ধরায় যে-আপন বরন
স্বপরশে জানি রে মন
এমনি যেন পরশনা ॥

ব্রজের ওই জলদ কালো
যে পরশে পরশ হলো
লালন বলে মনরে চলো
জানিতে সেই উপাসনা ॥

0 CommentsClose Comments

Leave a comment

Newsletter Subscribe

Get the Latest Posts & Articles in Your Email

We Promise Not to Send Spam:)