রাধার তুলনা পিরীত
সামান্যে কেউ যদি করে।
মরিয়ে না মরে পাপী
অবশ্য যায় ছারেখারে ॥

কোন প্রেমে সেই ব্ৰজপুরি
বিভোরা কিশোর কিশোরী
কে পাইবে গম্ভু তারি
কিঞ্চিৎ ব্যক্ত গোপীর দ্বারে ॥

গোপীর অনুগত যারা
ব্রজের সে ভাব জানে তারা
কামের ঘরে শুরকী মারা
মরাই ধরে ধরাই ধরে ॥

পুরুষ প্রকৃতি স্মরণ
থাকতে কি হয় প্রেমের করণ
সিংহের দায় দিয়ে লালন
শৃগালের কাজ করে ফেরে ॥

0 CommentsClose Comments

Leave a comment

Newsletter Subscribe

Get the Latest Posts & Articles in Your Email

We Promise Not to Send Spam:)