ওরে চিকন কালা
তুই যে গলার মালা।।
আমি যে তোর আছি চির দাসী।
প্রাণো বন্ধুরে…
বাজাইয়ো না এতো বিষের বাঁশি।

কদমেরই ডালে বসে
বাঁশিত যখন মারো টান
ঘরে আমার মন বসে না
চমকে উঠে মনপ্রাণ।
ওরে বাঁশি ওয়ালা
দিসনারে আর জ্বালা।
আমি যে তোর আছি চির দাসী।
প্রাণো বন্ধুরে…
বাজাইয়ো না এতো বিষের বাঁশি।

সময় অসময় বুঝে না
কেন যে বাজাও বাঁশি
আমারে দেখি লোকে
বলে কূল বিনাশী।
ওরে বন্ধু কালাচান
করস নারে পেরেশান।
আমি যে তোর আছি চির দাসী।
প্রাণো বন্ধুরে…
বাজাইয়ো না এতো বিষের বাঁশি।

Song: Ore Chikon Kala
Singer: Sadia Liza
Lyrics& Tune: Salam Sarker

0 CommentsClose Comments

Leave a comment

Newsletter Subscribe

Get the Latest Posts & Articles in Your Email

We Promise Not to Send Spam:)