ফের পল তাের ফকিরিতে।
যে ঘাট মারা ফিকির ফাকার
ডুবে মলি সেই ঘাটেতে ॥
ফকিরি সে এক নাগাড়ী
অধর ধরে দিতাম বেড়ী
পাস্তানি খােলা দুয়ারী
তাই দেখে রেখেছি পেতে ॥
না জেনে ফকিরি আঁটা
শিরেতে পড়ালাম জটা
সার হলাে ভাং ধুতরা ঘােটা
ভজন সাধন সব চুলাতে ॥
ফকিরি ফিকিরি করা
হতে হবে জ্যান্তে মরা
লালন ফকির নেংটী এড়া
আট বসে না কোনো মতে ॥
