শিকল বেরি দিলেই কি আর
কাউরে বাইন্ধা রাখা যায়…
যদি থাকিতে না চায়।
কি লাভ হইলো শিকল বেরি
দিয়া পাখির পায়…..
আমার মন ভোলা পাখি টা
এখন উড়িয়া বেড়ায়।
কি লাভ হইলো শিকল বেরি
দিয়া পাখির পায়…
জংলার পাখি মন বুঝে না
থাকিয়াও পিঞ্জিরায়
আমি ছাড়াও পাখিটারে
কে জন পোষ মানায়।
পাখি কথা রাখে নাই রে..
কথা রাখে নাই।
কি লাভ হইলো শিকল বেরি.
দিয়া পাখির পায়।
কুমার যেমন পোড়ায় ঘটি
আমার তেমন হাল..
কে জানিতো তোর পিরিতে
পুড়িবে কপাল।
মল্লিক কান্দে সর্বদায়
পাখি আয়রে ফিরে আয়..
লাভ কি হইলো শিকল বেরি..
দিয়া পাখির পায়।
Song: Shikol Beri-2
Singer: Meghla
Lyrics: Rasel Mollik
Tune: Shimul Hasan