না ছিল আসমান-জমিন পবনপানি
সাঁই তখন নিরাকারে।
ইলাহী আলমীন, সাদরাতুল একিন
কুদরতি গাছ পয়দা করে ॥

গাছের ছিল চার ডাল
হল হাজার সাল
এক এক ডাল, কি হাল
ছিল তার এতই দূরে ॥

সত্তর হাজার সাল ধরে
গাছের পরে সাধন করে
বারিতালায় হুকুম হল, নূর ঝরিল
ঝরিয়ে দোনের সৃষ্টি করে ॥

একদিন ডিম ভরে,
ভেসেছিল নৈরাকারে
লালন বলে হায় কি খেলা, কাদের মওলা
করেছে লিলা অপার পারে ॥

0 CommentsClose Comments

Leave a comment

Newsletter Subscribe

Get the Latest Posts & Articles in Your Email

We Promise Not to Send Spam:)