আমার সুখ পাখিটা গেছে মারা
একটা তীরের আঘাত খাইয়া রে
আমি আজো কান্দি পাখিটার লাগিয়া ॥
আমি কলংকিনি হইলাম সোনাবন্ধুয়ার লাগিয়া
তবুও তার মন পাইলামনা জাতিকুল দিয়াগো ॥
পরদেশিয়া বন্ধু হইলে জানতাম চিঠি দিয়া
সে যে আমায় ছেড়ে গেছে জনমের লাগিয়াগো
দুইদিনের পিরিতি নয়লো যাবো ছাপাইয়া
এতোদিনে ভালোবাসা কেমনে যাও ভুলিয়া রে ॥
কাজল কান্দে এতো গান গাইলাম যার লাগিয়া
মাতাল রাজজাক বিনে বিদায় নেবো আমি যার গান তারে দিয়াগো ॥
Song: Shukh Pakhi Ta Geche Mara
Singer: Baul Rayhan
Lyrics: Kajol dewan