তোমার নাম স্মরণে ঘোর নিধানে
আমি চরণ ভিক্ষা চাই
ওগো এলাহি -
তোমার মত দরদী আর নাই ॥

ওগো এলাহি, মাতাপিতা রমণ বলে
মাতৃগর্ভে পাঠাইলে
জরায়ুতে দিয়াছিলে ঠাই;
মাতাপিতা টের পাইলো না
তোমার ওই আজব ঘটনা
আলিমুল গায়েবে আল্লা সাঁই ॥

ওগো এলাহি, কি সুন্দর দেহ বানাইয়া
এই ভবে দিলা পাঠাইয়া
তাইতো ভবে করতেছি বড়াই;
আমার) মরণ কথা স্মরণ হয় না
কেউ চিরদিন ভবে রয় না
জানিনা কোনদিন মারা যাই ॥

ওগো এলাহি, যেদিন আসবে কাল সমন
পারবে না কেউ করতে বারণ
মানিবে না সরকারের দোহাই;
তোমার এইসব রঙ তামাশা
বোঝে না ফকির দূর্বিন শাহ
চরণ আশে তোমার গুণগাই ॥

Song: Ogo Elahi
Vocal: Pagol Hasan
Lyrics & Tune: Durbin Shah