আর কতদিন ভাঙ্গা বজরা ঠেলিব ।
বজরা যে পুরান হইছে,
রুককাঠ পচে গেছে,
হুতারগিরি নাহি জানি
কেমনে গড়িব 

বজরা যে পুরানা মোর,
কেমনে থাকি তার আন্দর
বজরা দেখি লোকে হাসে,
ছাড়িয়া যাইব 

হাছন বাজাব মনে কইছে,
বজবা ফেলিব।
সুন্দর দেখে নতুন জাহাজ
খরিদ করিব