আরে ওওও বন্ধুরে... এহে এহে এহে এহেএ
দূর আকাশে চাঁন্দের পাশে
ঝলমল করে তারা
আর আমার কেউ আর নাইরে বন্ধু
কেবল তুমি ছাড়া ।
তুমি দাগাদিবাই চাইয়োরে বন্ধু
দাগাদিবাই চাইয়ো ।
অন্তরে অন্তর মিশাইয়া
পিরিতের গান গাইয়ো ॥

আসমানে যাইওনা রে বন্ধু
ধরতে পারবো না, তোমায়
পাতালে যাইও নারে বন্ধু
ছুইতে পারবো না, তোমায়
বুকের ভিতর রইও রে বন্ধু
বুকের ভিতর রইও
অন্তরে অন্তর মিশাইয়া
পিরীতের গান গাইয়ো ॥

ওওও বন্ধুরে..
সতী নারীর পতি যেমন
পর্বতেরই চূড়া
অসৎ নারীর গতি তেমন
ভাঙ্গা নায়ের গোড়া ।
তুমি নায়ের গলুই হইয়ো
অন্তরে অন্তর মিশাইয়া
পিরিতের গান গাইয়ো ॥

ওওও বন্ধুরে..
না করিয়া পাগল হাসান
কূল কলঙ্কের ভয়
প্রেম তরণী ভাসাইলাম
নামে দয়াময়
তুমি দয়াময়ী হইয়োরে বন্ধু
দয়াময়ী হইয়ো।
অন্তরে অন্তর মিশাইয়া
পিরিতের গান গাইয়ো ॥


Song: Asmane Jaio Na Bondhu
Lyrics & Singer: Pagol Hasan