সে মানুষ চেয়ে চেয়ে ফিরিতেছি পাগল হয়ে
মরমে জ্বলছে আগুন আর নেভে না।
আমায়
বলে বলুক লোকে মন্দ,
বিরহে তার প্রাণ বাঁচে না ।
দেখেছি রূপসাগরে মনের
মানুষ কাঁচা সোনা।
পথিক কয় ভেবো নারে ডুবে যাও রূপসাগরে,
বিরলে বসে
করো যোগ-সাধনা।
একবার ধরতে পেলে মনের মানুষ,
ছেড়ে যেতে আর দিও না
দেখেছি
রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা।
তারে ধরি ধরি মনে করি
ধরতে গেলেম আর
পেলাম না
দেখেছি...
দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা।
বহু
দিন ভাব তরঙ্গে ভেসেছি কতই রঙ্গে,
সুজনের সঙ্গে হবে দেখা শুনা।
তারে
আমার আমার মনে করি,
আমার হয়ে আর হইলো না
দেখেছি...
দেখেছি
রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা।
Song: Dekhechi Rupsagore
Singer: Anirban Sikdar
Lyric: Nabanidas Khypa Baul
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...