একদিন এমন একদিন আসবে 
কাঁদবে তুমি কাঁদবে 
আমারে হারাইয়া তুমি  নয়ন জলে ভাসবে 
 সেদিন আমায় খুঁজে পাবেনা ।
 
ভুলের মালা ছিঁড়বে যেদিন 
আমায় তুমি খুঁজবে সেদিন 
পাগলেরই বেশে তুমি কাঁদবে আবার হাসবে ।

সেদিন আমি থাকবো দূরে 
যাবে তোমার বুকটি ছিড়ে
আকুলি বিকুলি করে আমায় তুমি ডাকবে ।

ভালোবাসার এই প্রতিদান 
অবহেলা আর অপমান 
জাহাঙ্গীর রানা কয় তুমি শেষ বিচারে ফাসবে ।



Song:   Ekdin Emon Ekdin Asbe
Singer: Nishita Barua
Lyric:    Jahangir Rana