বাবায় হরেক রকম পাগল দিয়ে মিলাইছে মেলা
বাবা তোমার দরবারে সব পাগলের খেলা।

বছর শেষে চৈত্র মাসে, তখন বাবার ওরস আসে 
হাজার হাজার পাগলে এসে মিলে যায় মেলা
বাবা তোমার দরবারে সব পাগলের খেলা।

আমার বাবায় থাকতো পাগলবেশে 
তাই তো এত পাগল আসে,
পাগলদের কে ভালোবেসে সয় কত জ্বালা
বাবা তোমার দরবারে সব পাগলের খেলা।

দরবারের পথ বড়ই গৌরা
পুর্ব ধলার মেম্বার তারা
ক্ষুধারাম পাগলের সেরা
বাবার নামে উতালা।

বাবার কিছু ছেলে পাগল আছে
আবুল সরকার বাংলাদেশে,
গোলাম পাগল ইন্ডিয়াতে পইড়া একেলা
বাবা তোমার দরবারে সব পাগলের খেলা।


Song : Baba Tomar Dorbare Sob Pagoler Khela Singer : Fakir Golam Sarkar and Group, Jhaudia, Jalangi Lyrics : Fakir Golam Sarkar